বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৫

কেন এখনো অবিবাহিত ৫০ বছর বয়সী অভিনেত্রী: আমিশা প্যাটেল

কেন এখনো অবিবাহিত ৫০ বছর বয়সী অভিনেত্রী: আমিশা প্যাটেল
ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে ৫০ বছর বয়সী এই অভিনেত্রীকে। তারকা খ্যাতি কিংবা বয়স এত বেশি হওয়ার পরও এখনো অবিবাহিত তিনি।এক সাক্ষাৎকারে অবিবাহিত থাকার কারন জানালেন নিজেই ।

সংবাদমাধ্যমের সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল বলেন, তাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল এবং তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, এর জন্য তাকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়েছিল। অভিনয় ছাড়তে রাজি ছিলেন না তিনি। আর এজন্য নিজের ইচ্ছাতেই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

আমিশা প্যাটেল বলেন, আমাকে যারা ভালোবাসে, তারা আমার ক্যারিয়ারের উন্নতি করতে দেবে। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি। আবার প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। ক্যারিয়ারের জন্য উভয়ই ছেড়েছি এবং আমার কাছে মনে হয়, উভয় ক্ষেত্রেই শিখেছি আমি।

তিনি বলেন, আমার একটি সিরিয়াস প্রেম ছিল, যা সিনেমায় অভিষেকের আগে। সে দক্ষিণ মুম্বাইয়ের একটি বড় পরিবারের ছেলে। একই ব্যাকগ্রাউন্ড ও শিক্ষা, পরিবারের পরিবেশও একই ছিল। সবই ঠিক ছিল, কিন্তু আমি সিনেমায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর সে চায়নি তার ভালোবাসার মানুষ জনসম্মুখে আসুক। তখন সিনেমার ক্যারিয়ারের জন্য ভালোবাসা ছাড়লাম।

প্রসঙ্গত, ৫ বছরের বিরতির পর ২০২৩ সালে সানি দেওল ও উৎকর্ষ শর্মার সঙ্গে ‘গদর ২’ সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরেন আমিশা প্যাটেল। সিনেমাটি ব্লকবাস্টার হয়, বক্স অফিসে ৬৮৬ কোটি টাকা আয় করে। ২০২৪ সালে ‘তৌবা তেরা জলওয়া’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
 
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ