ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়ৈ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র ছিলেন।
সোমবার ( ১৪ জুলাই) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তাকে হাসপাতালে নিয়ে আসা জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান যে হলের ভেতরের রাস্তার পাশে একজন ছাত্র পড়ে আছেন। পরে তিনি কয়েকজনের সহায়তায় সঞ্জয়কে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান।
তিনি আরও জানান, হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সঞ্জয় ভবন থেকে নিচে পড়েছেন। তবে তিনি নিজে লাফ দিয়েছেন, নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, আনুমানিক সাড়ে ৫টার দিকে এক ক্লিনার কাজ করার সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ পান। কাছে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে দেখতে পান এবং দারোয়ানকে খবর দেন। পরে পুলিশ ও সহপাঠীদের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়।
প্রাধ্যক্ষ আরও জানান, সঞ্জয় কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বন্ধুদের কাছ থেকে জানা গেছে, তিনি গত দুই দিন হলে ছিলেন না। আজ ভোর ৪টার দিকে হলে ফিরে আসেন এবং ৪টা ১০ মিনিটে হলের ছাদে ওঠেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।