যেভাবে করবেন এসএসসির ফল রিভিউয়ের আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলাফলে নেমেছে রীতিমতো ধস। পাসের হার কমে যাওয়ার পাশাপাশি প্রায় দ্বিগুণ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০২৪ সালে অকৃতকার্যের হার ছিল ১৭ দশমিক ৯৬ শতাংশ, অথচ এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশে যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ।
এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও হ্রাস পেয়েছে। গত বছর যেখানে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানবিশ মহলে হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে, অন্যান্য বছরের মতো এবারও ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষার সুযোগ থাকছে। যারা মনে করছেন তাদের প্রাপ্ত নম্বর প্রত্যাশার তুলনায় কম, তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর থেকে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া ও সময়সীমা যথাসময়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। পরীক্ষার ফলাফল ঘিরে এমন বিপর্যয়ের কারণ অনুসন্ধানে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো ইতোমধ্যে পর্যালোচনা শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, সিলেবাস কাঠামো, প্রশ্নের মান ও শিক্ষার্থীদের প্রস্তুতির মানসিকতা সবকিছুর সমন্বয় জরুরি হয়ে পড়েছে।