শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ১০ জুলাই ২০২৫

এসএসসি ফলাফলে ধস, কমেছে পাস-জিপিএ ৫

এসএসসি ফলাফলে ধস, কমেছে পাস-জিপিএ ৫
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে গেছে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে ফলাফল প্রকাশ করে। এবারের ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

চলতি বছরে সম্মিলিতভাবে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও দেখা গেছে বড় ধরনের পতন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

শিক্ষাক্ষেত্রে এমন পতন কেন ঘটেছে তা নিয়ে এখনই স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া না গেলেও, শিক্ষা বিশ্লেষকদের অনেকে মনে করছেন, সিলেবাসের পূর্ণ বাস্তবায়ন, পরীক্ষার মান যাচাইয়ে কঠোরতা, প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এর পেছনে ভূমিকা রেখেছে।

এবার ফলাফল প্রকাশের পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। বিগত বছরের মতো আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান না করে, বোর্ডগুলো নিজস্ব প্ল্যাটফর্মে ফলাফল প্রকাশ করেছে। পরিবর্তিত এই প্রক্রিয়া ফলপ্রত্যাশী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।