বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইবি আইইইই এর কম্পিউটার সোসাইটির নেতৃত্বে সাজিদ-জুলফিকার

ইবি আইইইই এর কম্পিউটার সোসাইটির নেতৃত্বে সাজিদ-জুলফিকার
ছবি: সদ্য সংবাদ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর কম্পিউটার সোসাইটি -এর ২০২৫-২৬ বর্ষের কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহজাদা সাজিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলফিকার আলী।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইবির কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও আইট্রিপলই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
ভাইস-চেয়ার মো. নাঈমুল ইসলাম মাজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জুবায়ের আহমেদ, ট্রেজারার মো. রনি ইসলাম, ওয়েবমাস্টার মো. সাখাওয়াত হোসেন, সহকারী ওয়েবমাস্টার মো. ওয়ালীউল্লাহ, ইভেন্ট ম্যানেজমেন্ট সমন্বয়ক আর রাফি আয়ান, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সমন্বয়ক নূর ফারহান শহরিয়ার প্রান্ত, ছাত্রকল্যাণ কার্যক্রম সমন্বয়ক সফিকুল ইসলাম, প্রচার সমন্বয়ক ফাহিম হাসান, সহকারী প্রচার সমন্বয়ক মো. তাহসিন আহাম্মদ, ভিজ্যুয়াল ও গ্রাফিক্স সমন্বয়ক আদিল মোহাম্মদ তাসিফ, মাল্টিমিডিয়া কনটেন্ট সমন্বয়ক মিস টানজিয়া হাসান প্রাপ্তি এবং সহকারী মাল্টিমিডিয়া কনটেন্ট সমন্বয়ক নুসরাত জাহান নিতু।

এবিষয়ে নবনিযুক্ত চেয়ারপার্সন সাজিদ বলেন, 'আমাকে 'IEEE Computer Society Islamic University Student Branch'র দায়িত্বে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির এক অমূল্য পদক্ষেপ। বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও গবেষণা সংগঠন 'IEEE Computer Society' আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বৈশ্বিক দরজা খুলে দিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারব, গবেষণা ও উদ্ভাবনে অংশগ্রহণ করতে পারব এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারব। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা, তাদেরকে বৈশ্বিক নেটওয়ার্কের সাথে যুক্ত করা এবং এমন উদ্ভাবনে অনুপ্রাণিত করা, যা আমাদের দেশ ও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একসাথে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তি ও গবেষণার উৎকৃষ্ট কেন্দ্রে পরিণত করতে সক্ষম হবো।'

সর্বশেষ