বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সময় হলে বুঝতে পারব: রাবি উপাচার্য

পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সময় হলে বুঝতে পারব: রাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

‘রাকসুতে আপনারা যারা যতক্ষণ প্রশাসনের অংশ, ততক্ষণ প্রশাসনের সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি বলেন, পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সেটা সময়ের ব্যবধানে কী হবে আমরা সবাই বুঝতে পারব।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন,‘একটা সুন্দর রাকসু নির্বাচনের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার সুস্পষ্ট বার্তা নির্বাচন কমিশন ও প্রশাসনের যে সিদ্ধান্ত হবে, তা পালন করতেই হবে। কারও দ্বিমত থাকলে আগে জানাতে হবে, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে তিনি স্বীকার করেন, ‘এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা আদর্শ বলা যাবে না। বিভিন্ন ঘটনার প্রভাব পড়েছে। তবে প্রশাসন একটি জায়গায় আছে— নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার পেছনে প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে।’

সালেহ হাসান নকীব বলেন, নির্বাচনের ব্যাপারে প্রশাসনের অঙ্গীকার স্পষ্ট। চ্যালেঞ্জ থাকলেও সেগুলো কাটিয়ে ওঠার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। ‘সবার সহযোগিতা আর আন্তরিকতা দিয়েই আমরা একটি ভালো নির্বাচন আয়োজন করব,’ যোগ করেন তিনি।
 

সর্বশেষ