বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাকসু ভবনে এ কার্যক্রম শুরু হয়।

প্রার্থীরা আগামী মঙ্গলবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।

চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে আগের খসড়া ভোটার তালিকার চেয়ে ১ হাজার ৭৬৮ নতুন ভোটার যুক্ত হয়েছে। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যা আলাদা করে জানায়নি কমিশন। তবে আগামীকাল অথবা পরশুর মধ্যে এ তালিকা জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরে এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও নির্বাচনের প্রার্থী হতে পারবেন। আচরণবিধি অনুযায়ী, পাঁচজনের বেশি সমর্থক নিয়ে কোনো প্রার্থী মনোনয়নপত্র নিতে আসতে কিংবা জমা দিতে পারবেন না। ডাকসুর মতো চাকসুতেও ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।

তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। 

এবার হল সংসদের জন্য মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। কেন্দ্রীয় সংসদের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন। 

মনোনয়নপত্র নেওয়ার সময় অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকার প্রমাণ আর শিক্ষার্থীর ভোটার আইডি নম্বর দিতে হবে। এরপর পরিচয়পত্র দেখিয়ে মনোনয়নপত্র নেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে তাঁর পরিচয়পত্র, ছবি এবং ডোপ টেস্টের ফলাফল দিতে হবে। 

সর্বশেষ