বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

‘নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, কিন্তু কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে’

‘নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, কিন্তু কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে’
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কিছু অনিয়ম ও অস্বচ্ছতা থাকলেও নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নেটওয়ার্কের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা।

তিনি বলেন, ‘এতো সংখ্যক ভোটার সামলানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি কর্তৃপক্ষের ছিল না। ভাগ্য ভালো, বিকেল চারটা পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। তবে কিছু জায়গায় অস্বচ্ছতা লক্ষ্য করেছি। ৮টি কেন্দ্রে সমানভাবে নিয়ম মানা হয়নি এবং যথেষ্ট জনবলও ছিল না। তবুও নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে।’

অধ্যাপক সামিনা আরও বলেন, ‘যথেষ্ট পোলিং এজেন্ট ছিল না। অনেকে পাস পেয়েছেন দেরিতে। অনেক বুথে ভোট দেওয়ার পর ভোটার কলম নিয়ে চলে গেছেন। আবার কেউ কেউ বলপয়েন্ট দিয়ে ভোট দিয়েছেন। এসব ব্যালট মেশিনে রিড না করলে দায় নেবে কে?’

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আরেক সদস্য, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘আমরা ছোটখাটো কিছু অসঙ্গতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি দেখেছি। তবে বড় কোনো অনিয়ম চোখে পড়েনি। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ হয়নি।’

সর্বশেষ