বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ মুজিবুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ মুজিবুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন

মাদারীপুর জেলার ডাসার উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শেখ মুজিবুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) আসর বাদ তাঁর নিজ গ্রাম মাইজপাড়ায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন কালকিনি ও ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাইফ উল আরেফিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং অসংখ্য এলাকাবাসী।

এর আগে ভোর চারটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

প্রশাসনিক অঙ্গনে দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও মানবিকতার জন্য সুপরিচিত ছিলেন। বিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের প্রশাসনিক খাতে এক অনন্য অবদান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মাদারীপুর জেলাসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ