শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি হয়। এতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের দুই শিক্ষার্থী রোমান হাসান ও সুমাইয়া শারমীন শিমু।
এসময় ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে কোথাও যাওয়ার সুযোগ নাইরে’,‘NTRCA open the door for Public administration’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়,পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ে পাই এখন ভয়’, ‘আধো রাতে যদি ঘুম ভেঙে যায়,দেখি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্বপ্ন আছে কোন সুযোগ নাই’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড ও ফেস্টুন হাতে তাদেরকে মানববন্ধনে দেখা যায়।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. পাভেল বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে এই যৌক্তিক আন্দোলন করে আসছি কিন্তু আমাদের লোকপ্রশাসন বিভাগের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। সারা বাংলাদেশ ১৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হচ্ছে কিন্তু আমরা দেখি সার্ভিস সেক্টরে আমাদের তেমন কোন সুযোগ দেওয় হচ্ছে না। তাই সরকারের কাছে আবেদন জানাই আমাদের যেন এই সেক্টরে সুযোগ দেওয়া হয় এবং শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়। সারা বাংলাদেশে লোকপ্রশাসন বিভাগ থেকে যে আন্দোলন করা হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরা জাককানইবি লোকপ্রশাসন বিভাগ সম্মতি জানিয়ে মানববন্ধন করছি।’
এ সময় বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘আমরা চাই যে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হোক। লোকপ্রশাসন বিভাগে এমন বিষয় সম্পর্কে পড়ানো হয় যা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত। তাই আমরা চাচ্ছি লোকপ্রশাসন বিভাগে শিক্ষা ক্যাডার যুক্ত হোক। এটি একটি যৌক্তিক দাবি বলে আমরা সবাই মানববন্ধন করছি।’
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার নাদিরুজ্জামান ইমন বলেন, ‘আজকে আমরা যেই যৌক্তিক দাবি নিয়ে মানববন্ধন এর আয়োজন করেছি, তা মূলত হচ্ছে আমাদের লোকপ্রশাসন বিভাগকে বাংলাদেশ সিভিল সার্ভিস এর শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের বিভাগের শিক্ষার্থীদের চাকরির বাজারেও বৈষম্যের শিকার হতে হয়। আমরা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারি না। অথচ, কলেজ পর্যায়ে যেই সাবজেক্ট গুলো পড়ানো হয় যেমন, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্ট গুলো লোক প্রশাসনের উপরেই। আমরা ৫ টা বছর পড়াশোনা করে থাকি এবং আমাদের লোকপ্রশাসন বিভাগ মূলত সামাজিক বিজ্ঞান অনুষদের একটা অ্যাপলাইড শাখা। এই অনুষদ এর অন্তর্ভুক্ত আরো যে সাবজেক্ট আছে যেমন ইকোনোমিক্স, সোশ্যালজি , এই সাবজেক্ট এ যারা পড়াশোনা করে তারা নিবন্ধন পরীক্ষা দিয়ে কলেজ পর্যায়ে চাকরির সুযোগ পাচ্ছে অথচ আমরা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী যারা আছি ৫ টা বছর অনার্স মাস্টার্স করেও কেন সেই সুযোগ পাচ্ছি না? অথচ রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি এই সাবজেক্ট এর যাবতীয় আমাদের লোকপ্রশাসন বিভাগের পঠিত বিষয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের বিভাগকে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যেন দেশের সকল চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। কোন বৈষম্য আমরা চাই না। আমাদের এই টুকু সুযোগ দিতে হবে।আমাদের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)'র কাছে এইটাই চাওয়া যে আমাদের এই যৌক্তিক দাবি তারা বাস্তবায়িত করুক।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক। খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হোক আমরা এই কামনা করি। শান্তিপূর্ণভাবে মানববন্ধন চালিয়ে যাবেন কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন না হয় এটা আমাদের কমনা।’ এসময় বিভাগের প্রায় দুই শতাধিকেরও অধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।