মানিলন্ডারিং মামলায় গ্রেফতার বিএসবি গ্লোবালের চেয়ারম্যান

মানিলন্ডারিং মামলায় গ্রেফতার হয়েছেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে গ্রেফতার করেছে ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সিআইডির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিমের সদস্যরা তাকে গ্রেফতার করেছেন বলে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেফতার বিষয়ে বিস্তারিত তথ্য অল্প সময়ের মধ্যেই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।