বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩৩, ১২ জুলাই ২০২৫

ছেলের পরকীয়া ঠেকাতে ‘বিমানে বোমা আছে’ মায়ের মিথ্যে ফোন, মা’সহ আটক ৩

ছেলের পরকীয়া ঠেকাতে ‘বিমানে বোমা আছে’ মায়ের মিথ্যে ফোন, মা’সহ আটক ৩

ছেলের পরকীয়া সম্পর্ক ঠেকাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে বলে মিথ্যা তথ্য দেন এক মা। উদ্দেশ্য ছিল, ছেলে যেন প্রেমিকাকে সঙ্গে নিয়ে নেপালের কাঠমান্ডু যেতে না পারেন। এ ঘটনায় র‍্যাব অভিযুক্ত ওই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এই তথ্য জানান।

র‍্যাব ডিজি বলেন, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা রয়েছে—এমন তথ্য দিয়ে একটি অপরিচিত নম্বর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করা হয়। এতে ফ্লাইটটির যাত্রা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। তিন থেকে চার ঘণ্টা তল্লাশি চালানো হলেও কোনো বোমা পাওয়া যায়নি। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এয়ারলাইনসের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

শহিদুর রহমান জানান, ঘটনার পর র‍্যাব তদন্তে নামে এবং সারা রাত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, ইমন নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেন। বিষয়টি জানার পর ইমনের স্ত্রী ও মা ছেলেকে থামাতে নানা চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে ইমনের বন্ধু ইমরান পরামর্শ দেন, বিমানে বোমার খবর দিলে যাত্রা বন্ধ হবে। এরপর ইমনের মা রাশেদা বেগম এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানান, ‘বিমানে বোমা আছে।’

র‍্যাব ডিজি বলেন, এটি একটি দুঃখজনক ও গর্হিত ঘটনা। এ ধরনের কাজ শুধু দেশের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

ঘটনার দিন ফ্লাইটটি দীর্ঘ তল্লাশির পর কোনো বোমার অস্তিত্ব না পেয়ে প্রায় তিন ঘণ্টা পর কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইমনের মা রাশেদা বেগম, স্ত্রী তাহমিনা এবং বন্ধু ইমরান।