বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১২:২১, ২০ জুলাই ২০২৫

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সিয়াম সরকার, বয়স ২২ বছর।

শনিবার গভীর রাতে, আনুমানিক রাত ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ছাত্রলীগের দুই কর্মী সেখানে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। এরপর শ্যামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সিয়াম সরকারকে আটক করা সম্ভব হয়, তবে তার সহযোগী রাফসান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম সরকার স্বীকার করেছে যে, সে ও রাফসান শ্যামপুর এলাকায় রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা সৃষ্টির জন্য বাসে আগুন লাগানোর পরিকল্পনা করছিল। গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক রাফসানকে ধরতে অভিযান চলছে।