মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৪৬, ১৬ আগস্ট ২০২৫

ধানমন্ডিতে মারধরের শিকার সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

ধানমন্ডিতে মারধরের শিকার সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, ধানমন্ডি থানার এসআই মো. তৌহিদুর রহমান আজিজুরকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ২ এপ্রিল।

আজিজুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। তবে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হওয়ার পর আজিজুর বলেছিলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই ফুল নিয়ে এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি।”

হত্যাচেষ্টা মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকায় একটি মিছিলের সময় হামলা হয়। অভিযোগে বলা হয়, দুপুর ২টার দিকে গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয় মিছিলে। এতে আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নেন।

এ ঘটনায় গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন আহত আরিফুল।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ