ধানমন্ডিতে মারধরের শিকার সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, ধানমন্ডি থানার এসআই মো. তৌহিদুর রহমান আজিজুরকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ২ এপ্রিল।
আজিজুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। তবে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হওয়ার পর আজিজুর বলেছিলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই ফুল নিয়ে এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি।”
হত্যাচেষ্টা মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকায় একটি মিছিলের সময় হামলা হয়। অভিযোগে বলা হয়, দুপুর ২টার দিকে গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয় মিছিলে। এতে আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন আহত আরিফুল।



























