বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২৪ জুলাই ২০২৫

শেখ রেহানার স্বামী-ছেলের ৩৫৪ শতাংশ জমি জব্দ

শেখ রেহানার স্বামী-ছেলের ৩৫৪ শতাংশ জমি জব্দ
ছবি: ইন্টারনেট

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মালিকানাধীন ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে তারা জমি হস্তান্তরের চেষ্টা করছেন—এজন্য সম্পদ জব্দ জরুরি।

এদিকে ৭০৫ কোটি টাকার খেলাপি ঋণ মামলায় এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের শেয়ার হস্তান্তর ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত।

আদনানের বিরুদ্ধে নামে-বেনামে প্রায় আড়াই হাজার কোটি টাকার ঋণ আত্মসাত, শেয়ারবাজার কারসাজি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।

ইউসিবি ব্যাংক থেকে নেওয়া ৯৬৩ কোটি টাকার ঋণের মধ্যে ৯০৫ কোটি টাকা ইচ্ছাকৃত খেলাপি হওয়ায় তিনটি মামলা হয়েছে। পাশাপাশি তার মালিকানাধীন বিভিন্ন কোম্পানির নামে ব্যাংক থেকে শত শত কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, যার বেশিরভাগই খেলাপি।

মানি লন্ডারিং তদন্তে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুদক ও বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ