বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১৩:০১, ৩১ জুলাই ২০২৫

পূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ রেহেনাসহ সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ রেহেনাসহ সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে পৃথক তিনটি মামলায় শেখ রেহেনা ও তার তিন সন্তানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ মামলাগুলোর অভিযোগ গঠন করেন।

তবে আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

অন্য আসামিরা হলেন— শেখ রেহেনার মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক।

দুদকের পক্ষ থেকে মামলাগুলো পরিচালনা করছেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, “তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ এবং শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।”

এ মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের জমি দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, প্রভাব খাটিয়ে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ আদায়ে জাল কাগজপত্র ও অবৈধ সুবিধা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ