বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ২৪ জুলাই ২০২৫

মা-বাবার বিরুদ্ধে শিক্ষার্থী মেহরীনের করা মামলা খারিজ

মা-বাবার বিরুদ্ধে শিক্ষার্থী মেহরীনের করা মামলা খারিজ
ছবি: সংগৃহীত

পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মা ও বাবার বিরুদ্ধে দায়ের করা ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী মেহরীন আহমেদের (১৯) মামলা আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। ফলে মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম মামলাটি খারিজের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহরিয়ার (ফিদা) বিষয়টি নিশ্চিত করে জানান, মা-মেয়ের মধ্যে পারিবারিক সমঝোতার ভিত্তিতে আপোষ মীমাংসা হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।

এর আগে গত ২২ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসকে বিবাদী করে মামলা দায়ের করেন মেহরীন আহমেদ। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পর্কের সূত্রে তার যেসব অধিকার রয়েছে, সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। একইসঙ্গে শারীরিক নির্যাতন, মানসিক চাপ, গালিগালাজ, ভীতিপ্রদর্শনসহ একাধিকভাবে সহিংসতার শিকার হয়েছেন তিনি।

মামলা দায়েরের দিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে বিবাদীদের হাজির করতে সমন জারি করেন। তবে পরে পারিবারিক সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি হওয়ায় আর মামলার প্রক্রিয়া এগোয়নি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ