বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৯, ২৪ জুলাই ২০২৫

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ফের নামঞ্জুর

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ফের নামঞ্জুর

আইনজীবী আলিফ হত্যা, পুলিশি কাজে বাধা এবং আদালত চত্বরে ভাঙচুরসহ পাঁচটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই) এসব মামলার শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে ৩ জুন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনও নামঞ্জুর করা হয়েছিল। ওই দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেন।

প্রসঙ্গত, ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ২০২৪ সালের ২৬ নভেম্বর গ্রেপ্তার হন। চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

সর্বশেষ