ঘরে ঢুকে ২ নারীকে ছুরি মেরে খুন, গুরুতর আহত ১

বগুড়ায় ঘরে ঢুকে ছুরিকাঘাতে দুই নারীকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন নারী।
বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং তার নাতির স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত হয়েছেন বন্যা নামের আরও একজন নারী, যিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
ভুক্তভোগীদের স্বজনদের বরাতে জানা গেছে, ঘটনার সময় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলীর সঙ্গে বাড়িতেই ছিলেন। এ সময় হঠাৎ ঘরে ঢুকে এক যুবক বন্যাকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গেলে হামলার শিকার হন হাবিবা ও লাইলী। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন।
বন্যার চাচা আব্দুস সালাম জানান, বন্যার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে বিয়ের প্রস্তাবও আসে। কিন্তু পরিবারের সম্মতি না থাকায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই হামলা হতে পারে।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই গাজিউল হক বলেন, ঘটনার সময় বন্যা ‘সৈকত’ নামে এক যুবকের সঙ্গে কথা বলছিলেন। কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। বন্যাকে বাঁচাতে গিয়ে হাবিবা ও লাইলীও ছুরিকাঘাতে নিহত হন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।