শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩৯, ১৬ জুলাই ২০২৫

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ ‍জুলাই) বিকেলে উপজেলার ধারাবারিষা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম খাদিজা। সে ধারাবারিষা গ্রামের আবুল কালামের মেয়ে এবং ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেশীরা জানান, খাদিজা মোবাইল ফোন ব্যবহার করছিল। ওই সময় ছোট বোন ফোন চাইলে খাদিজা না দিলে মা তা ছোট বোনের হাতে তুলে দেন। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথাকাটাকাটি হয় এবং মা তাকে গালমন্দ করেন। এরপর ক্ষোভ ও অভিমানে খাদিজা পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়: