বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তালা, ছেলেসহ গ্রেপ্তার ৩

নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় নিজবাড়িতে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন এক বৃদ্ধা মা। ছেলের দেওয়া তালা ও বাধার কারণে তিনি দীর্ঘ সময় সিঁড়ির পাশে বসে ছিলেন।
অভিযুক্ত ছেলের নাম জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২)। এ ঘটনায় পুলিশ তাকে ও হামলার ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন — মোহাম্মদ খোকন (৪৫) ও নাহিদ ইসলাম (৩৫)।
ভুক্তভোগী মায়ের নাম বিলকিস আক্তার (৬২)। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। ছোট মেয়ে কানাডায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন।
জানা গেছে, বিলকিস আক্তারের স্বামী কাজীর মোড় এলাকায় নিজের ১০ শতাংশ জমির ওপর একটি দোতলা বাড়ি নির্মাণ করেছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে আইন অনুযায়ী তিনি এবং তার তিন সন্তান এই সম্পত্তির অংশীদার হন। তবে ছেলে সৌরভ পুরো সম্পত্তি নিজের নামে নিতে চাপ দিতে থাকেন। মা ও বোনেরা তাতে রাজি না হওয়ায় পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে।
সোমবার (১৪ জুলাই) সকালে মেয়ের বাড়ি থেকে নিজের বাসায় ফিরতে গিয়ে তিনি দেখতে পান সিঁড়ির ফটকে তালা ঝুলছে। দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি সিঁড়ির পাশেই বসে থাকেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেলে মানবাধিকার সংগঠনের কর্মী ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সামনেই মা ও ছেলের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ছেলে সৌরভ ও তার বন্ধুরা মাকে বাধা দিয়েছে এবং দুর্ব্যবহার করেছে। আমরা দুই পক্ষকে থানায় এনে আলোচনা করার চেষ্টা করি। তবে সৌরভ সেখানে আবারও মায়ের সঙ্গে দুর্ব্যবহার করলে তাকে আটক করি। মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’