রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:১২, ১৪ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে একই স্থানের কাছাকাছি জায়গায় অগ্নিসংযোগের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতেও একই ধরনের ঘটনা ঘটেছে।

রেললাইনে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে সদর উপজেলার ভাতশালা এলাকায়, আখাউড়া–চিনাইর সড়কের পাশে। রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়।

এর ফলে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন প্রায় ১৫ মিনিট ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে। পরে রাত ১২টার দিকে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাটির পর স্বল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।