রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ১৩ নভেম্বর ২০২৫

আন্দোলনের মুখে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা রাঙামাটিতে

আন্দোলনের মুখে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা রাঙামাটিতে

দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে জেলা পরিষদ। আগামী ২১ নভেম্বর এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করে স্বস্তি প্রকাশ করেন।

জানা গেছে, ২০২২ সাল থেকে রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে ৫৮৯টি পদ শূন্য রয়েছে। বারবার পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষোভ ও হতাশায় আন্দোলনে নামে চাকরিপ্রার্থীরা।

এর আগে সর্বশেষ ১১ নভেম্বর জেলা পরিষদ তৃতীয় দফায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে পরীক্ষার্থীরা জেলা পরিষদের মূল ফটকসহ সব প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

নতুন তারিখ ঘোষণার পর আন্দোলনকারীরা বলেন, “আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি। অবশেষে পরীক্ষা হতে যাচ্ছে—এটাই আমাদের বড় প্রাপ্তি।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ