রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০১:৩০, ১৩ নভেম্বর ২০২৫

বরিশালে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

বরিশালে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া হাট এলাকায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, “রাত ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ী ও নৈশপ্রহরীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।”

তিনি জানান, আগুনে কার্যালয়ের চারটি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ