ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
'খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া গ্রামে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে রামরাইল ইউনিয়ন উলচাপাড়া বাজার মাঠ প্রাঙ্গণে যুব সমাজের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান টুটুন।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” এই শপথ গ্রহণ করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উলচাপাড়া বাজার কমিটির সেক্রেটারী খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার দিপক কুমার রায়, ১নং ওয়ার্ড সদস্য আবু কালাম মেম্বার, ২নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম মেম্বারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
মমিনুল হক রুবেল/এমটি



























