রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
‘আমার পাহাড়, আমার জীবন’ ও ‘যুগে যুগে তারুণ্যের শক্তি, ঘরে তুলবে পার্বত্য ভূমির মুক্তি’এই স্লোগানে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের অভিষেক ও প্রতিনিধি সম্মেলন। এতে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. নুর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফছার রনি। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য মো. সাব্বির আহমদ, রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, যুব পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর বাদশা এবং ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, “কোটাভিত্তিক অগ্রাধিকারের ফলে পার্বত্য চট্টগ্রামে উপজাতিরা এগিয়ে গেলেও একই পরিবেশে বসবাসরত বাঙালিরা পিছিয়ে পড়ছে। সরকার কিংবা রাষ্ট্র যদি উপজাতিদের প্রতি সহানুভূতিশীল হয়, তাতে আপত্তি নেই। তবে সুযোগ-সুবিধা প্রদানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পার্বত্য বাঙালিদেরও প্রাপ্য অধিকার নিশ্চিত করা উচিত।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রসহ প্রায় সব জায়গায় উপজাতিদের প্রাধান্য থাকলেও পার্বত্য বাঙালিরা ক্রমেই অবহেলিত। তারা কি রাষ্ট্রের নাগরিক নন? স্বাধীনতার আগে থেকেই পাহাড়ে বাঙালির অস্তিত্ব ছিল, অথচ এখন তাদের দমিয়ে রাখা হচ্ছে। এই বৈষম্যের শেষ কোথায়?”
বক্তারা বলেন, পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক সংরক্ষণ ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদসহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ মো. নাজমুল হোসেন ইমন



























