পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। পারভেজ মিয়া নামের এক ব্যক্তি তার স্ত্রী লাকী আক্তারকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করেন। আহত লাকী আক্তারকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পারভেজ মিয়া স্ত্রীর মৃত্যু ভেবে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ ও লাকীর মধ্যে দুই থেকে আড়াই বছর ধরে পারিবারিক অশান্তি চলছিল। লাকী আক্তার স্বামীর সংসার থেকে আলাদা হয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। পারভেজ মিয়া বারবার স্ত্রীকে ফিরে যেতে বললেও লাকী মানতেন না।
ঘটনার রাতে পারভেজ মিয়া কামাল মাস্টারের বাড়িতে গিয়ে স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে গোপন স্থানেই তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং বলছিলেন, ‘তোকেও মেরে ফেলব, আমিও মরে যাব।’
স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসলে পারভেজ আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।