রিশাদের স্পিন ঝড়ে নাস্তানাবুদ ক্যারিবীয়রা
ওয়ানডে ক্যারিয়ারের আগের ১১ ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। সেই রিশাদই আজ এক ম্যাচে তুলে নিলেন তার অর্ধেক শিকার—অর্থাৎ পাঁচ উইকেট! মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বিপক্ষে দুর্দান্ত লেগ স্পিনে নাস্তানাবুদ করে দেন এই তরুণ বোলার। বিনা উইকেটে ৫১ রান তোলা ক্যারিবীয়রা রিশাদের স্পিনে হঠাৎই ধস নামে—পরের ৪০ রানের মধ্যেই তিনি তুলে নেন পাঁচটি উইকেট।