রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২ নভেম্বর ২০২৫

খুলনায় হোটেলে ঢুকে বাবুর্চি-কর্মচারীসহ চারজনকে কুপিয়ে জখম

খুলনায় হোটেলে ঢুকে বাবুর্চি-কর্মচারীসহ চারজনকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

খুলনায় এক হোটেলে ঢুকে বাবুর্চি ও কর্মচারীসহ চারজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ব্যস্ত ডাকবাংলা মোড়ে অবস্থিত লাভলু হোটেলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন হোটেলের বাবুর্চি আয়ুব আলী, কর্মচারী সুজন, মধু ও টটুল।

হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে এক ক্রেতার সঙ্গে কর্মচারীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হোটেল ম্যানেজার বেল্লালকে মারতে গেলে অন্যান্য কর্মচারীরা বাধা দেন, এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে।

হোটেলের মালিক জিয়াউল ইসলাম বাপ্পী জানান, বিকেলে ওই ঘটনার জেরে ১০ থেকে ১৫ জনের একটি দল হঠাৎ হোটেলে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র চাপাতি ও রামদা নিয়ে বাবুর্চি ও তিন কর্মচারীর ওপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন। হামলাকারীরা হোটেলের গ্লাস ও আসবাবপত্রও ভাঙচুর করে। আতঙ্কে আশপাশের লোকজন পালিয়ে গেলে মুহূর্তেই এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ডাকবাংলা দোকান মালিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিন্নু বলেন, ডাকবাংলা মোড় খুলনার সবচেয়ে জনবহুল এলাকা। এখানে এমন সন্ত্রাসী হামলা পুরো ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

সর্বশেষ