শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৮:০৮, ১০ জুলাই ২০২৫

দিনাজপুরে এসএসসিতে ১৩ স্কুলে শূন্য পাস

দিনাজপুরে এসএসসিতে ১৩ স্কুলে শূন্য পাস
ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফলে এবার ১৩টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিলেন ৯৮ জন।

রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার এসব বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে কেউই পাস করতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক পরিসংখ্যানে তিনি এ তথ্য জানান।

বিদ্যালয়গুলো হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন), পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৯ জন), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ২৪ জন), গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন), নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন), কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১ জন), নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১১ জন), পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৯ জন), লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৮ জন), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৮ জন), ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ২ জন) ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১০ জন)।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।- সূত্র:কালের কণ্ঠ