বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ৯ জুলাই ২০২৫

বগুড়ার জিয়ানগরে শ্বাসরোধে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা!

বগুড়ার জিয়ানগরে শ্বাসরোধে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা!

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর লক্ষীমণ্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনায় শ্বশুর ও ছেলের বউকে শ্বাসরোধে হত্যা ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন-আলহাজ্ব মো. আফতাব হোসেন এবং তাঁর বড় ছেলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা ঘরের সবাইকে হাত-পা বেঁধে ফেলে এবং বাড়ির মূল্যবান মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

লুটপাট শেষে তারা আলহাজ্ব আফতাব হোসেন ও তাঁর পুত্রবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। নিহত আফতাব হোসেন ছিলেন এলাকায়  সমাজসেবী হিসেবে পরিচিত। তাঁর এমন করুণ মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ও জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং খুব শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা হবে।
 

সম্পর্কিত বিষয়: