শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৯ জুলাই ২০২৫

বরিশালে টানা বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম দুর্ভোগ

বরিশালে টানা বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম দুর্ভোগ
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিনের ভারী বর্ষণে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। বুধবার (৯ জুলাই) সকাল থেকে নগরীর চৌমাথা, বটতলা, বগুড়া রোড, রাজাবাহাদুর সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলি হাঁটুপানিতে তলিয়ে যায়। ফলে যান চলাচল ব্যাহত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সকালে ঘুরে দেখা গেছে, নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিএম কলেজ চত্বরে পানি জমে আছে। শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশসহ দৈনন্দিন চলাফেরায় বাধা সৃষ্টি হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বটতলা থেকে চৌমাথা সড়কসহ আশপাশের এলাকাগুলো ডুবে যায়। একজন বাসিন্দা বলেন, ‘যতই খাল খনন বা ড্রেন পরিষ্কার করুক না কেন, সমস্যা থেকে যায়। প্রতিবারই হাঁটু পানি পেরিয়ে বাজারে যেতে হয়।’

অন্যদিকে, জলাবদ্ধতার কারণে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমেছে। সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, ‘পানিতে ব্যাটারি নষ্ট হচ্ছে, মোটরে পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। সারাতে নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে, আর লোকজনও রাস্তায় কম। আয় একদম কমে গেছে।’

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, নগরীর কীর্তনখোলা নদীসহ আশপাশের নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে অব্যাহত বৃষ্টিপাতে নতুন করে জলাবদ্ধতার শঙ্কা রয়ে গেছে।