আইন-প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনায় বীরগঞ্জে সংবাদ সম্মেলন
দিনাজপুরের বীরগঞ্জে নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালু করার দাবিতে আইন-প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর যৌথ মালিকগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনিকের স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অপর দুই অংশীদার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা।
সংবাদ সম্মেলনে মালিকপক্ষ জানান, অতীতে সংঘটিত অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য তারা আইন-প্রশাসন ও সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে ক্লিনিক পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের তত্ত্বাবধানে প্রসূতি অপারেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
তারা আরও জানান, একটি প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা সীমাহীন হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ঘটনার পর থেকে ক্লিনিকের কর্মরত নার্স, আয়া ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে মালিকপক্ষ বলেন, নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্সসহ সব কাগজপত্র হালনাগাদ করা হয়েছে।
তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আমরা চাই, আবারও আমাদের ক্লিনিককে পূর্বের ন্যায় কার্যকর করতে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমরা জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে বদ্ধপরিকর।”
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রতিষ্ঠানটির মালিকগণ।



























