র্যাবের পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ, গ্রেপ্তার ৩
বুধবার (২ অক্টোবার) রাতে মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেন র্যাব ১০ এর গণমাধ্যম শাখার মুখপাত্র।
প্রেস বিজ্ঞপ্তি জানান, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে নিয়মিত এসব অভিযান পরিচালনা করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেন র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের ইব্রাহিম মাতুব্বর (৩৭), জিয়া উদ্দিন খান (৩৫) এবং মোঃ ইমরান মিয়া (৩৯)।
আরো জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
সদ্য সংবাদ/এসএইচ



























