ফেনীতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনীর সদর থানাধীন মহিপাল এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ ১ জন পেশাদর মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। আটককৃত মো. নূর আরাফাত (৪০) বরিশাল সদর থানার আলেকান্দা এলাকার আইয়ুব আলী সিকদারের ছেলে।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৭ এর গণমাধ্যম শাখার মুখপাত্র এ তথ্য জানান।
এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-৭ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে দুই প্যাকেটে ৮ কেজি গাঁজা জব্দ করে যার বর্তমান বাজার মূল্য ৮০ হাজার টাকা । জিজ্ঞাসাবাদে নূর আরাফাত জানায়, সে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক ফেনী জেলা, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট নূর আরাফাতকে হস্তান্তর করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএইচ