সম্মাননা পেলেন নবীনগরের কৃতি সন্তান হাফেজ মাওঃ শফিউল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজখানা ঐক্য পরিষদ শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় হাফেজ মাওলানা শফিউল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড অবস্থিত মারকাজুত তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা রসুলপুর রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন মাদ্রাসায় এই সংবর্ধনা দেওয়া হয়।
নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা শফিউল্লাহ তার দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছাত্ররা অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য পুরস্কার অর্জন করেছে। শিক্ষা বোর্ড তার এই অবদানকে স্বীকৃতি জানিয়ে আনুষ্ঠানিকভাবে 'সম্মাননা স্মারক' প্রদান করে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজখানা ঐক্য পরিষদ শিক্ষা বোর্ডের সভাপতি হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। উপস্থিত বক্তারা বলেন, 'শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের পরিশ্রম, আন্তরিকতা ও ত্যাগ গৌরবময় ভূমিকা পালন করে। হাফেজ মাওলানা শফিউল্লাহর মতো যোগ্য শিক্ষকরা সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।'
তারা আরও বলেন, 'এ ধরনের সম্মাননা শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং জেলার শিক্ষার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবে।'
সদ্য সংবাদ/এমটি