জুঁই হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের সাবেক শিক্ষার্থী জুঁই হত্যার জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের হাতে ছিলো জুঁই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিহত জুঁই অত্র কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। তাকে গভীর রাতে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়েছে। হত্যা করার পর জীন হত্যা করেছে বলে গুজব ছড়ানো হয়েছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার গলায় ওড়না দিয়ে পেঁচানো ছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি এবং হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীরা ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছে। যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অত্র কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, 'জুঁই আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী ছিল। সে ভালো মেয়ে ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার রহস্য উদঘাটন চাই। এবং যারা এই ঘটনার সাথে জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি।'
উল্লেখ্য, গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জুঁইয়ের মরদেহ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। মৃত ফারজানা আক্তার জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।