বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মাদক-দুর্নীতি, বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন ৪ শতাধিক শিক্ষার্থীর

মাদক-দুর্নীতি, বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন ৪ শতাধিক শিক্ষার্থীর

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক-দুর্নীতি,স্মার্ট ফোনে আসক্তি ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার (ওসি) মো. ছমিউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাংবাদিক আশীষ সাহা।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদস্য হাসান ইমাম চৌধুরী, সালমান সাজিল, আরফিন সরকার অপূর্ব, সোলেয়মান সিয়াম প্রমুখ।

নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে ও দেশপ্রেমে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করছেন। তাঁরা আজ আখাউড়ায় ১৮৬১ তম সচেতনতামূল অনুষ্ঠান আয়োজন করেছেন। সংগঠনটি সচেতনতার পাশাপাশি সারাদেশে টিফিনের টাকায় ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে।