বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৫

রেল সচিবের সঙ্গে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

রেল সচিবের সঙ্গে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা আধুনিক উপ-শহর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি রেল মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির সভাপতি মাহমুদ হাসান খান (সুমন) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম খোকন,  সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান শামীম, স্বপ্নদ্রষ্টা মো. ফরহাদ উল্লাহ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থায়ী রেল মন্ত্রণালয়ের সভা কক্ষে পাবনা উপ-শহর ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাবনা উপ-শহরের ভিশন ও আধুনিক স্থাপত্যগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প নকশা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি, পাবনা জেলায় উন্নয়ন প্রকল্পের জন্য একটি প্রস্তাবিত উপ-শহর উপস্থাপন করে।

পাবনা উপ-শহর বাস্তবায়নের দাবি পাবনাবাসীর জন্য একটি সামাজিক আন্দোলন। এটি একটি চমৎকার ও সময়োপযোগী উদ্যোগ। এই দাবির সাথে সম্পৃক্ত হতে পেরে কমিটির সদস্যবৃন্দরা ধন্য মনে করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

সর্বশেষ