ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মোটরসাইকেল চালক আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতদের হামলায় মো. কাউছার নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার নাটঘর-বিদ্যাকুট রোডে এ ঘটনা ঘটে। আহত কাউছার উপজেলার শিবপুর গ্রামের মৃত হুরুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউছার দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রোববার রাত ৮টায় একজন যাত্রীকে নিয়ে নাটঘর বাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে নাটঘর-বিদ্যাকুট রোডে ডাকাতদের কবলে পড়েন। দুর্বৃত্তরা পথরোধ করে তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যান৷পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নবীনগর উপজেলার কুড়িঘর-রসুলপুর ও নাটঘর-বিদ্যাকুট রোডে পুলিশের টহল না থাকায় রাতের বেলায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, 'এ বিষযে এখনো কেউ কোন অভিযোগ জানায়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।