মাদক-চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

খুলনা মহানগরীর বাস্তুহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ রাকিবুল হাসান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টের পর থেকে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার বিরুদ্ধে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। খালিশপুর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানসহ সাতটি মামলা রেকর্ডভুক্ত রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
ডিবি ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গোলাম মোস্তফা ভুট্টো ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই এলাকায় টেন্ডারবাজি ও সিএসডি গোডাউন নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে।-সূত্র: চ্যানেল২৪