বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোনায় বিএনপির অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেত্রকোনায় বিএনপির অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান
ছবি: সদ্য সংবাদ

নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নে বিএনপির অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২( সদর- বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক জেলা ছাত্রদলের সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য সাইদুর রহমান। তিনি বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সাইদুর রহমানসহ মোট ৫০ জন নেতাকর্মী বর্তমান জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের নিজ ইউনিয়নের বাসিন্দা।

যোগদান উপলক্ষে সাইদুর রহমান বলেন, ‘ছাত্র রাজনীতি থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু মোটা অঙ্কের টাকা না দেওয়ায় দলে মূল্যায়ন পাইনি। বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে। তাদের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশায় জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, ‘গত ১৬ বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি। এমনকি পাঁচজন মিলে খাবার অনুষ্ঠান করার সুযোগও দেওয়া হয়নি। কিন্তু ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি। যারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বলি—চাঁদাবাজি বন্ধ করুন। ইতোমধ্যেই ঢাকসু ও জাকসু নির্বাচনে আপনারা এর ফল ভোগ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন।’

সর্বশেষ