আবারও ১৬ জনকে পুশইন করলো বিএসএফ

নওগাঁর পত্নীতলার শীতল মাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
১৪ বিজিবির সদর দপ্তর পত্নীতলা ব্যাটালিয়ন থেকে একটি প্রেস বার্তার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন এর অধীনস্ত শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে। পরবর্তীতে বিজিবির টহলদল ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশ থেকে তাদেরকে আটক করে।
আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চার জন নারী। তাদের আদি নিবাস পাবনা জেলায়। আটকদের পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।