বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যা

নবীনগরে কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যাব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে তাপস উদাসী (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামগ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাপস উদাসী শ্যামগ্রামের মৃত শান্তিরঞ্জন উদাসীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাপস উদাসী কীটনাশক (কেরির বড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি, তবে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।