বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গায় কয়েক স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ভাঙ্গায় কয়েক স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে আজও ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড় হামিরদী এলাকায় খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়া হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ।

শনিবার এক সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার ভোর থেকে অবরোধ চলছে, যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে ও রেলপথে লাল পতাকা টানিয়ে বিক্ষোভ করা হয়। এতে ঢাকা-খুলনা রেল ও মহাসড়কসহ দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গভীর রাতে ডিবি পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও উত্তেজিত হয়। তার মুক্তির দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে অবরোধ চলবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের গেজেটে হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার পর থেকেই এই আন্দোলন শুরু হয়।

সর্বশেষ