গাজীপুর কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬০ দোকান, আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৬০টি দোকান। আগুনে মুহূর্তেই দোকানের সব মালামাল ছাই হয়ে যায়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়ভাবে পরিচিত এই কাঁচাবাজারে খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতিদিনই কাঁচামাল কেনাবেচা হয়। ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। বহু বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন তারা। হঠাৎ অগ্নিকাণ্ডের খবর শুনে বাজারে ছুটে আসেন সবাই। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় ৬০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেডের তৈরি এই মার্কেটে আগুনের শুরু হয় একটি দোকান থেকে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা কাজ শুরু করেন এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরূপণ করা যাবে।