বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ২০ আগস্ট ২০২৫

প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যা

প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক আত্মহত্যা করেছেন বদর উদ্দিন (২৮) নামে যুবক। স্থানীয় আনছার আলীর মেয়ে পিংকি আক্তার (২৫) ছিলেন বদরের সাবেক স্ত্রী।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা ও পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দম্পত্তির বিয়ে হয়েছে চার বছর আগে। তাদের ঘরে একটি চার বছরের সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দের কারনে গত এপ্রিলে দুজনে আলাদা হওয়ার পরে কোন রকম যোগাযোগ ছিল না। আজ সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদর। এসময় তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে পিংকি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বদর। ঘটনাস্থরে পিংকি মারা যান। পরে নিজেও বিষপান করে বদর। তবে তাকে স্থানীয়রা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়র জানান, ঘটনার সময় এই দম্পত্তির সন্তান সেখানে ছিল। সে পুরো হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে দ্বন্দের কারণে এই ঘটনা ঘটেছে। অটোপসির রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।