বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২৮, ১৮ আগস্ট ২০২৫

মাস পেরোয়নি বিয়ের, নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

মাস পেরোয়নি বিয়ের, নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার 
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে সায়মা আক্তার (১৮) নিজ ঘরে ফাঁসিতে ঝুলতে দেখা গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পিতা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সঙ্গে মুঠোফোনে তার মেয়ের বিয়ে হয়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে