নেত্রকোনায় ১২ লাখ টাকা নিয়ে নিখোঁজ বিকাশকর্মীর লাশ উদ্ধার

নেত্রকোনার আটপাড়া উপজেলার মগড়া নদী থেকে মো. রিজন মিয়া (২২) নামের এক বিকাশ কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিজন জেলার সদর উপজেলার পশ্চিম নাগড়া এলাকার বাসিন্দা এবং জেলা শহরের একটি বিকাশ অফিসে কর্মরত ছিলেন। তিনি রোববার (১০ আগস্ট) সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। বিকেল ৩টার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মঙ্গলবার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, রিজন হত্যার শিকার হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।