বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জুলাই ২০২৫

বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু
ছবি: সদ্য সংবাদ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে মনির হোসেন (২৮) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার লায়ন মিয়া (২৫)।

সোমবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকার নাগরকান্দী হাতিবান্ধায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত লায়ন মিয়া একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মোহন্ত জানান, দুর্ঘটনার সময় চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন, হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে ট্রাকটি আরেকটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও চালক ভেতরে আটকে পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় চার ঘণ্টার অভিযান শেষে চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

সম্পর্কিত বিষয়: